Monday, August 28, 2017

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরুর বাজারে কিভাবে সুস্থ ও সবল গরু চেনা যাবে।

পবিত্র ঈদ-উল-আযহা আসন্ন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে গরু কেনা-বেচার ধুম। তবে আমাদের মনে রাখতে হবে যে দেখতে স্বাস্থ্যবান ও মোটতাজা গরু মানেই কিন্তু সুস্থ গরু নয়। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় গরুর শরীরে বিভিন্ন ঔষধ প্রয়োগের মাধ্যমে মোটাতাজা করে থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকর। তাই কুরবানীর জন্য গরু ক্রয়ের আগে সুস্থ গরু চেনার উপায়গুলো সম্পর্কে জানা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ।
কোববানি সময় হাটে সুস্থ সবল ও ভাল গরু চেনার উপায়
১. গরুর চোখ বড় ও উজ্জ্বল থাকবে।
২.গরুর মুখের সামনে খাবার ধরলে খাবার চেষ্টা করবে।
৩.লেজ দিয়ে মাছি তাড়াবে এবং কান নাড়বে।
৪.পেটের উপর আঙ্গুল দিয়ে চাপ দিলে চাপ দেয়া স্থানটি দীর্ঘসময় দেবে থাকবে না।
৫.নাকের উপরটা ভেজা ভেজা থাকবে।
৬.গোবর স্বাভাবিক থাকবে,পাতলা পায়খানা করবে না।
৭.গরুকে বিরক্ত করলে সহজেই রেগে যাবে।
৮.গরুর পিঠের কুঁজ মোটা ও টান টান হবে।
৯.গরুর চোখ বড় ও উজ্জ্বল থাকবে।

0 comments:

Post a Comment