Friday, August 18, 2017

বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব থেকে বাচতে হলে যা করতে পারেন।

বিষাক্ত সাপ :****বন্যা কব‌লিত এলাকায় বিষাক্ত সা‌পের উপদ্রব থেকে রক্ষা পেতে শয়ন ক‌ক্ষে অথবা ঘ‌রের নির্দিষ্ট স্থা‌নে লাল র‌ঙের লাইফবয় সাবান টুকরা টুকরা ক‌রে ছিটিয়ে রাখুন। কারন, লাইফবয় সাবা‌নে কার্বক্সা‌লিক এসিড/কার্ব‌নিল এসিড থাকায় সাপ কা‌ছে আস‌তে পা‌রেনা।
অথবা কার্বলিক এসিডের ছিপি খুলে ঘরের কোনে রাখতে হবে। কার্বলিক সাবান অথবা কার্বলিক এসিড পাওয়া না গেলে সজিনার ডাল কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে চড়িয়ে দিতে হবে। এতে ঘরে সাপ ঢুকবে না।

নিজে জানুন এবং শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।
তথ্য সংগৃহিত।


Related Posts:

0 comments:

Post a Comment